অভিনব দোল উৎসবের (Holi 2022) সাক্ষী সল্টলেক। বৃহস্পতিবার সকালে বিধাননগরের (Bidhan Nagar) ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদে পালিত হল বসন্তোৎসব (Basanta Utsav 2022)। যেখানে দেখা গেল রাধা-কৃষ্ণের প্রেমলীলা। রাধা ও কৃষ্ণের (Radha Utsav) সাজে চলল আবির খেলা। রাধার সঙ্গে দেখা গেল একঝাঁক গোপীদেরও।
হোলির আগের দিন এলাকার বাসিন্দাদের নিয়ে বসন্ত উৎসব পালন করেন বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মানুষকে শান্তির বার্তা দেওয়াই তাঁর উদ্দেশ্য। বসন্তের গান ও হোলির সাজে রাধা-কৃষ্ণের মিলন দেখে অভিভূত অনেকেই। এমন অভিনব ভাবনাকে স্বাগত জানিয়েছে এলাকাবাসীও।
আরও পড়ুন: হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের
রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটা কম হওয়ায় এবার জেলায় জেলায় পালিত হচ্ছে বসন্ত উৎসব। কলকাতা ও শহরতলিতেও বসন্ত উৎসবে মেতে উঠেছেন সবাই। বিধাননগরের দত্তাবাদেও তাই দোলের আগে বসন্ত উৎসব পালন এলাকাবাসীদের।