চলতি বছরের ডিসেম্বরেই যাত্রীদের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো। চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। কলকাতায় এসে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার পথ ট্রলিতে পরীক্ষা করেন তিনি। সঙ্গে ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার উদয়কুমার রেড্ডি ও রেলের অন্যান্য কর্তারা।
এদিন হাওড়া ময়দান স্টেশন থেকে যাত্রা শুরু করেন রেলমন্ত্রী। স্টেশনে টানেল ভেন্টিলেশন ব্যবস্থা, অন্য বিষয়গুলি ব্যাখ্যা করা হয় তাঁকে। যাত্রীদের কী কী ব্যবস্থা থাকছে, তাও শোনেন রেলমন্ত্রী। হাওড়া ময়দান থেকে মেট্রোপথে ট্রলিতে করেই হাওড়়া স্টেশনে পৌঁছন তিনি। হাওড়াার মাটির নিচে ৩৩ কিলোমিটার গভীরে এই স্টেশনটি তৈরি হয়েছে। গঙ্গার নিচ থেকে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।
নদীর নিচে ১৬ মিটার সুড়ঙ্গ পরিদর্শন করেন রেলমন্ত্রী। এসপ্ল্যানেড স্টেশনটিও পরিদর্শন করেন একাধিক বিষয়ে খোঁজ নেন। প্রথামিকভাবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন, রোজ ৬ লক্ষ ৭০ হাজার যাত্রী এই মেট্রোপথে চলাচল করবেন।