নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। তার প্রতিবাদে বিজেপির ডাকে চলছে ১২ ঘণ্টার বাংলা বনধ। সকাল থেকে সড়কের উপর তেমন প্রভাব না পড়লেও, বেলা বাড়াতে প্রভাব পড়েছে রেলের উপরে। জেলার একাধিক স্টেশনে বনধের সমর্থনে রেল অবরোধ করা হয়েছে। যার জেরে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। বিজেপি কর্মীদের এই অবরোধের জেরে শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক স্টেশনে আটকে বহু লোকাল ট্রেন।
এদিন সকাল থেকে শুরু হয়েছে বিজেপির ডাকা এই বনধ। বনগাঁ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, হুগলি, ব্যান্ডেল-সহ একাধিক স্টেশনে সকাল থেকে রেল আটকে দেন বিজেপি কর্মী ও সমর্থকরা। এরফলে ভরা অফিস টাইমে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। বারাকপুরে রেল অবরোধের নেতৃত্ব দেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচি।
এদিকে, বনধকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে মালদহ ও হেমতাবাদে। মালদহে বিজেপি সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সমর্থকরা। হেমতাবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। তাঁদের হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তবে, কলকাতা, হাওড়া এবং সল্টলেকের পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক বলেই দাবি পুলিশের।