এবার কম সময়েই পৌঁছবেন গন্তব্যে। কারণ এবার থেকে দূরপাল্লার একাধিক ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যার ফলে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
কোন কোন ট্রেনের গতি বাড়ছে?
জানা গিয়েছে হাওড়া-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেসের গতি বাড়তে চলেছে। এছাড়াও হাওড়া দ্বারভাঙা এক্সপ্রেস, হাওড়া মুজাফ্ফরপুর এক্সপ্রেসেরও গতি বাড়বে।
রেল সূত্রে জানা গিয়েছে, উপাসনা এক্সপ্রেস, রাজেন্দ্রনগর এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর মেল, মিথিলা এক্সপ্রেস গড়ে ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বর্তমানে চলাচল করে। এই ট্রেনগুলির গতিবেগ বেড়ে হবে ঘণ্টায় ১৩০ কিমি গতিবেগ।
শুধু হাওড়া থেকে ট্রেনগুলির জন্য নয়, যে সমস্ত ট্রেন ঝাঝা সেকশনের সালানপুর হয়ে যায় সেই ট্রেনগুলিরও গতিবেগ বৃদ্ধি করা হবে।
একাধিক এক্সপ্রেস ট্রেনের গতি বৃদ্ধি হওয়ায় অতি দ্রুত গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা। ফলে যাত্রার সময় অনেকটা কমবে।