বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক। পরীক্ষা চলবে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত। এই আটদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ-রানাঘাট এবং বারাসত-বনগাঁ শাখায় স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। রেল সূত্রে খবর, সকাল ১০টা থেকে বেলা পৌনে এগারোটা এবং বিকেলে ৩ থেকে চারটে পর্যন্ত একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে।
উল্লেখ্য এই বছর মাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা প্রায় দু লাখ কমেছে। করোনা পরবর্তী সময়ে যা তাৎপর্যপূর্ণ বলেই দাবি করা হচ্ছে। এই বছর পরীক্ষা দেবে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তাদের মধ্যে ছাত্র রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। হিসাব বলছে, গত কয়েক বছরের মতো এবছরও ছাত্রীর সংখ্যা বেশি।
রেল সূত্রে খবর, পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হবে। তার জন্য প্রতিটি স্টেশনে মোতায়েন করা হবে অতিরিক্ত নিরাপত্তারক্ষী।