পুজো ভাসবে ! কী আপডেট দিচ্ছে আলিপুরের হাওয়া অফিস। মাঠের জল এখনও শুকোয়নি। তার মধ্যেই পুজোর আবহাওয়া নিয়ে বড় আপডেট জানাল আলিপুর। হাওয়া অফিসের পূর্বাভাস, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। ফলে, পুজোর সময় শরতের মিঠে রোদ গায়ে মেখে মনে হয় প্যান্ডেল হপিং করা হচ্ছে না বাঙালির।
হাওয়া অফিসের পূর্বাভাস, প্রাক পুজোয় গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব শুরু হতে পারে শনিবার থেকেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উত্তর আন্দামানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা সোমবার নিম্নচাপের পরিণত হতে পারে। তাই পরিস্থিতি দেখে হাওয়া অফিসের ধারণা, পুজোতে ভিজতে পারে নতুন জামা।
কারণ, উত্তর আন্দামানে তৈরি হওয়া ঘূর্ণাবত এখন কোন জেলার দিকে যাবে, তা স্থির হয়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই নিম্নচাপের ধাক্কা ফের সামলাতে হতে পারে দক্ষিণবঙ্গকেই। কারণ, রবিবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির সঙ্গে দোসর বাঁধের জল। এই দুয়ের সাঁড়াশি চাপে রাজ্যের ১০ জেলা। বানভাসি প্রায় ৫০ লক্ষ মানুষ। শুক্রবারই চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছে ডিভিসির বিরুদ্ধে নালিশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই অবস্থার মধ্যে রাজ্যে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর। যা পুজোর আগেই উদ্বেগ তৈরি করল।