বর্ষা প্রবেশ(Rain Forecast in Bengal) করেছে বাংলায়। তার জেরে শুরু হয়েছে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন। এমতাবস্থায় ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Office)। নির্ধারিত সময়ের ৫ দিন আগে শিলিগুড়িতে(Rain in Siliguri) বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে ৪ দিন আগে ঢুকেছে মৌসুমী বায়ু। এর জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
বর্ষা প্রবেশের ফলে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি(Rain Forecast in North Bengal) বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সাধারণত ১০ জুন বর্ষা ঢোকে সিকিমে। সেই নির্ধারিত সময়ের ৭ দিন আগেই সিকিমে(Sikkim) বর্ষার প্রবেশ। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
তবে দক্ষিণবঙ্গের জন্য কোনও আশার খবর নেই। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে(Rain Forecast in South Bengal)। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।