শনিবার থেকেই আকাশের মুড স্যুইং জারি। এই বৃষ্টি তো পরক্ষণেই রোদ। কলকাতাতে রবিবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্ব্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। দিনভর দু’একপশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, রবিবার সকাল ৭টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।
রবিবার উত্তরের তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে পাহাড়ে এই সময় দৃশ্যমানতা অনেক কম থাকবে, এবং ধসের ঘটনা হতে পারে ভারী বৃষ্টির জেরে। নিচু এলাকাগুলি সাময়িক ভাবে জলমগ্ন হয়ে পড়তে পারে।