প্রবল গরমে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। এরই মাঝে খুশির খবর দিল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরবঙ্গ। তবে উত্তরের দার্জিলিং-জলপাইগুড়ি-কালিম্পং-আলিপুরদুয়ার-কোচবিহার ছাড়া বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। পরিসংখ্যান বলছে, চলতি বছর কলকাতার তাপমাত্রা ছাড়িয়ে গেছে রাজস্থানের জয়সলমীরকেও। ফলে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির অপেক্ষা ছাড়া আর উপায় নেই সাধারণ মানুষের।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনই কোনও সুখবর নেই। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তবে শুক্রবার থেকে গরম কিছুটা কমলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি-শুক্রবার পূর্ব মেদিনীপুর-ঝাড়গ্রাম-পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের মালদা-উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে বলেই খবর।
আরও পড়ুন- IPL 2023 : সামনে কলকাতা, কী ভাবে বদলে গেল সূর্যের তেজ ?