আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। মহাষষ্ঠীর বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টি শহরে। শনিবার সন্ধে নামতেই রাজপথে মানুষের ঢল নামে। আর তাতেই বাদ সাধল বৃষ্টি।
ষষ্ঠীর বিকেলে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েও উৎসবের জোয়ারে গা ভাসিয়েছিল সাধারণ মানুষ। উত্তর ও দক্ষিণ, শহরের দুপ্রান্তেই বিকেল নামতে প্যান্ডেলে প্যান্ডেলে লাইন দেখা যায়। কিন্তু আচমকা বৃষ্টিতে সামান্য হলেও তাল কাটল প্রতিমাদর্শনে।
আরও পড়ুন: ষষ্ঠী এলেই পুজো কেটে যায় চোখের পলকে, জেনে নিন আগামী বছরের পুজোর নির্ঘণ্ট
শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল। বিকেল থেকে আকাশ মেঘলা হয়। কলকাতা ও শহরতলিতে বৃষ্টির সতর্কতাও দিয়েছে হাওয়া অফিস। তবে সন্ধে নামতেই সব উপেক্ষা করে পথে নামেন দর্শনার্থীরা। উত্তরে শ্রীভূমি, দমদম পার্ক, টালা পার্ক, বাগবাজার, কুমোরটুলিতে লম্বা লাইন দেখা যায়। সুরুচি সঙ্ঘ, ত্রিধারা, চেতলা, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, সব পুজোর প্যান্ডেলেই ভিড় ছিল চোখে পড়ার মতো।