রাজারহাটের বৈদিক ভিলেজ ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। তদন্তে উঠে এসেছে, জন্মদিনের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না নির্যাতিতা। এমনকি আমন্ত্রিত ছিলেন না তাঁর বান্ধবীও। তাহলে কী করতে তাঁরা দু'জন পৌঁছেছিলেন বৈদিক ভিলেজের ওই জন্মদিনের পার্টিতে? এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি ধৃত ওই চার যুবকের মধ্যে একজন অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কারণ তাঁর বান্ধবী ছিলেন এই নির্যাতিতা।
একই সঙ্গে ওই তরুণীকে অজ্ঞান করার জন্য পানীয়র সঙ্গে কী মাদক মেশানো হয়েছিল? সেটি কোথা থেকেই বা কেনা হয়েছিল? তা জানতেও জোরকদমে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা।
রবিবার ধৃত চার যুবককের শারীরিক চিকিৎসা করানো হয়। যদিও, অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে তদন্তকারী অফিসারদের বেশ বেগ পেতে হয়েছে বলেই জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, যেদিন গণধর্ষণ ঘটেছিল তারপর বিলাসবহুল ওই রিসোর্টের একই জায়গায় অন্য একটি জন্মদিনের পার্টি চলছিল। সে ক্ষেত্রে ওই ঘরটির অনেক অংশ থেকেই লোপাট হয়ে গিয়েছে তথ্য প্রমাণ।
রাজারহাটের ওই রিসর্টে জন্মদিনের পার্টি ছিল । ১০-১৫ জনের একটি দল সেখানে পার্টি করার জন্য গিয়েছিল । নির্যাতিতা তরুণীও ওই পার্টিতেই ছিলেন । অভিযোগ, সেখানেই তাঁকে মাদকের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয় ও পরে গণধর্ষণ করা হয় । ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ । চারজনকে প্রথমে আটক করা হয় । তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে পুলিশ ।