কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবীরা। রাজাশেখর মান্থার(Rajasekhar Mantha) এজলাস বয়কট ঘিরে সংঘাত কার্যত সংঘর্ষের রূপ নেয় এদিন। আদালতের ১৩ নম্বর কক্ষ বন্ধ থাকায় প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। এরপর তাঁরা জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা(TMC Lawyers)। দু’পক্ষের মধ্যে কাটাকাটি থেকে হাতাহাতি বেঁধে যায়। এর মধ্যেই ফের তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের এজলাস ছেড়ে চলে যান প্রধান বিচারপতিও(Rajasekhar Mantha)। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানি। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে স্তব্ধ হয়ে যায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস। এই পরিস্থিতিতে তৃণমূলপন্থী আইনজীবীদের(TMC-Left Lawyers Clash) সঙ্গে কার্যত হাতাহাতি করেই এজলাসের দরজা খুলে দেন আইনজীবীদের অন্য একটি অংশ। ফের ১ ঘণ্টা পর এজলাসের দরজা খুলে দেন তাঁরা। এই বিক্ষোভ-হাতাহাতির ঘটনার পর জরুরি বৈঠকে ডাকেন বিচারপতি মান্থা(Rajasekhar Mantha)।