আগেও তলব করা হয়েছিল। ব্যস্ত আছেন বলে এড়িয়ে গিয়েছেন। ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ভাঙড় ও ক্যানিংয়ের অশান্ত আবহ দেখার পর রাজ্যপাল জানান, রাজ্যে প্রত্যেক বিন্দু রক্তের জন্য দায়ি নির্বাচন কমিশনার। রবিবার এই সংঘাতের আবহেই রাজভবনে যেতে পারেন কমিশনার রাজীব সিনহা।
রাজ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নেওয়ার পরই পরই পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজীব সিনহা। এরপর থেকে মনোনয়নপত্র জমা ও প্রত্যাহার পর্বে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জেলা। কেন্দ্রীয় বাহিনী নিয়েও হাই কোর্টের সঙ্গে সংঘাতে জড়িয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারকে বিশেষ পরামর্শ দিতে পারেন রাজ্যপাল।
আরও পড়ুন: পঞ্চায়েতে মনোনয়নে উত্তপ্ত ভাঙড়ে এল কেন্দ্রীয় বাহিনী, শনিবার থেকে শুরু রুট-মার্চ
এদিকে এক অংশের মতে, রাজ্যপাল নির্বাচন কমিশনারকে সরিয়ে দিতে পারেন। অন্য একটি অংশের মতে, নির্বাচন কমিশনার পদ থেকে সরাতে গেলে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে রাজ্যপালকে। রাজ্যপাল ও রাজীব সিনহার মধ্যে রবিবার কী নিয়ে কথা হবে, তার দিকে নজর থাকবে রাজ্যের।