গত কয়েকদিন আগে কলকাতায় এক অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক নির্মল মাজি দাবি করেছিলেন, সংখ্যাতত্ত্বের পরিসংখ্যান হিসাব কষলে দেখা যাচ্ছে মা সারদাই আজকের মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের এই দাবিকে খারিজ করে দিল রামকৃষ্ণ মঠ ও মিশন। সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এক ভিডিও বার্তায় জানান, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনর্জন্মে মা সারদা বলে যে মন্তব্য করা হয়েছে, তা ভিত্তিহীন। তাঁর মতে, এর ফলে অগণিত মানুষের আবেগে আঘাত লেগেছে। এই ভিডিওতে নির্মলের সরাসরি নাম না করা হলেও উল্লেখ করা হয়েছে এক রাজনৈতিক নেতা হিসাবে।
রামকৃষ্ণ মঠ ও মিশনের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, এ ধরনের মন্তব্য তালজ্ঞানহীন, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। যদিও যাঁর মন্তব্য ঘিরে এই বিতর্ক, সেই নির্মল মাজির কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিন ভিডিও বার্তায় বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, ”সম্প্রতি এক রাজনৈতিক ব্যক্তিত্ব মা সারদা সম্পর্কে যা মন্তব্য করেছেন, আমরা তাতে ব্যথিত। মা সারদাদেবীর সংস্পর্শে এসেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক সন্ন্যাসী ও বহু গৃহী। প্রতিষ্ঠানের যা কিছু বইপত্র, প্রামাণ্য নথি আছে, তাতে এ রকম কিছু নেই যে তিনি পরবর্তীকালে দক্ষিণ কলকাতায় জন্ম নেবেন ও সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়বেন। তাহলে ওই রাজনৈতিক নেতা কেন এমন উদ্ভট তথ্য দিলেন প্রকাশ্যে, তা জানতে আমরা আগ্রহী।”
গত সোমবার এক অনুষ্ঠানে নির্মলের দাবি ছিল, মমতাই মা সারদা। নিজের ব্যাখ্যায় নির্মল দাবি করেছিলেন, মৃত্যুর কয়েকদিন আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে মা সারদা বলেছিলেন, পরবর্তীতে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেবেন। সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবেন। রাজনৈতিক কাজকর্মও করবেন। এর পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, বিষয়টি তৃণমূল শীর্ষ নেতৃত্ব গুরুত্বের সঙ্গে বিচার করছে।