রামনবমীর দিন মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা নিয়ে নতুন করে সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলা শুনানি ছিল প্রধান বিচারপতির বেঞ্চের। সেই শুনানিতে কলকাতা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান রামনবমীতে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কোথাও এমন কোনও মন্তব্য করবেন না, যাতে অশান্তি বাড়তে পারে।
এই ঘটনার তদন্তে এদিন নিজেদের রিপোর্ট আদালতে জমা দেয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই ব্যাপারে আরও কয়েকটা দিন সময় চেয়েছে তারা। NIA এদিন আদালতকে জানিয়েছেন, রামনবমীর ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে তাদের আরও কিছুদিন সময় লাগবে। আগামী ১৩ জুন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি।
সম্প্রতি রামনবমীর দিন একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা। নির্বাচনের আগে এই ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে NIA ।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা। অভিযোগ, রেজিনগরের শান্তিপুর এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল, তখন কয়েক জন বাড়ির ছাদ থেকে ঢিল ছোড়েন। এলাকায় বোমাবাজিও করা হয়।