প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে ভিড় অনুরাগীদের । পৌঁছেছেন বিশিষ্টজনেরাও । এদিন, নাকতলার বাড়ি থেকে রবীন্দ্রসদনে শিল্পী মরদেহ নিয়ে যাওয়া সকাল ৯.৪০ মিনিট নাগাদ । দুপুর একটা নাগাদ রবীন্দ্র সদন চত্বরেই রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দেওয়া হবে প্রয়াত শিল্পীকে । তার আগে শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন সঙ্গীতশিল্পী, রাজনীতিবিদ থেকে অনুরাগীরা ।
বুধবার সকাল থেকেই অনুরাগীদের ভিড় রবীন্দ্রসদন চত্বরে । রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন উপস্থিত রয়েছেন সদনে । শিল্পীকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন ঊষা উত্থুপ, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র-সহ একাধিক বিশিষ্টজনেরা । জানা গিয়েছে, দুপুর ১টায় গান স্যালুটের পর দেহ আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। সেখানে নিয়ম-আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই সমাহিত করা হবে শিল্পীর দেহ।
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন শিল্পী। গত ২২শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে থামে তাঁর লড়াই।