আলিপুর নিবাসী শিল্পপতির মেয়ে রসিকা জৈনের রহস্যমৃত্যুর দেড় বছর পর তাঁর স্বামীকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল। গত বছর ১৬ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় রসিকার। অভিযোগ ওঠে যে, রসিকার মৃত্যু নিছক দুর্ঘটনা নয় এবং গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
তদন্তে নেমে রসিকার হোয়াটসঅ্যাপ চ্যাট ও ঘটনার দিনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশের তদন্তকারী দল। সেই সূত্রে তদন্তকারীদের হাতে বেশ কিছু তথ্য হাতে আসে। রসিকার স্বামীর বিরুদ্ধে তদন্তকারীদের সন্দেহ গাঢ় হয়। তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি নেয় তদন্তকারী দল। গ্রেফতারি এড়াতে গত বুধবার হাই কোর্টে জামিনের আবেদন করেন রসিকার স্বামী। সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টও রসিকার স্বামীর জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: তদন্তের স্বার্থে এবার বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ লালবাজারের
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল রসিকার দেহ। পুলিশের প্রাথমিক সন্দেহ হয়েছিল, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রসিকা। কিন্তু পরবর্তীতে তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যায়। এরপর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ও ৩৯৬এ ধারায় মামলা দায়ের করে পুলিশ।