ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন রেশন কার্ডপিছু খাদ্যসামগ্রীর (Ration Card) পরিমাণে বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গের (West Bengal) খাদ্য দফতর (Food Department)। ইতিমধ্যেই টুইট করে বিজ্ঞপ্তি জারি করেছে তারা।
AAY বা অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ডের উপভোক্তা পরিবারপিছু বিনামূল্যে পাবেন ২১ কেজি চাল। এছাড়া বিনামূল্যেই মিলবে ১৩ কেজি ৩০ গ্রাম আটা বা গম। তালিকায় রয়েছে এক কেজি চিনিও। তবে তা কিনতে খরচ করতে হবে কেজিপ্রতি ১৩ টাকা ৫০ পয়সা।
SPHH বা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ডের উপভোক্তারা বিনামূল্যে তিন কেজি করে চাল পাবেন। মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম করে আটা বা গম পাবেন। সবটাই মিলবে বিনামূল্যে। PHH বা অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ডের উপভোক্তারাও একই সুবিধা পাবেন।
আরও পড়ুন- 'খারাপ দিন আসছে', রাজ্যে CBI তদন্তকারীদের হলফনামা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
RKSY1 রেশন কার্ডের উপভোক্তারা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন বিনামূল্যে। RKSY2 রেশন কার্ডের উপভোক্তারা মাথাপিছু দু'কেজি করে চাল পাবেন বিনামূল্যে।