উৎসবের কোনও আঁচই কলকাতাকে না ছুঁয়ে থাকতে পারে না। একের পর এক উৎসবে শহরের এক এক প্রান্ত মেতে ওঠে। গত তিন দিন ধরেই তিলোত্তমার রাস্তায় লাল সাদা টুপির ভিড়। পার্ক স্ট্রিট, বো ব্যারাকে পিল পিল করে হাঁটছে লোক। উৎসবের মেজাজে তাল দিতে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত চলেছে মেট্রো। এবার ক্রিসমাসে মেট্রো চড়েছেন ৫ লক্ষ ২১ হাজার ৯৮০ জন যাত্রী। যে সংখ্যাটা গতবারের তুলনায় ২৪ হাজার ২০০ বেশি।
Israeli Embassy: দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে জোরাল বিস্ফোরণ! অজানা ফোনে ধন্ধে পুলিশ
বরাবরই উৎসবের মরসুমে, মানুষের ভরসা থাকে কলকাতা মেট্রোর উপর। তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমীও রেকর্ড ভিড় হয়েছিল মেট্রোতে। এবার পাল্লা দিল ক্রিসমাসের ভিড়ও। রেলের দেওয়া তথ্য অনুযায়ী এবার বড়দিনেও রেকর্ড গড়ল কলকাতা মেট্রো।