মোবাইল অ্য়াপ প্রতারণা মামলার তদন্তে শনিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ছিলেন ইডির কর্তারা। কিন্তু গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে গিয়ে তাঁদের চোখ এখন কপালে উঠল। ফের কলকাতা শহর থেকে উদ্ধার হল টাকার 'পাহাড়'। দুপুরে ইডি সূত্রে দাবি করা হয়েছে, গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। মূলত খাটের তলা থেকে মিলেছে বান্ডিল বান্ডিল নোটের সন্ধান। সবটাই ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট। সকালে টাকা উদ্ধারের পর তা গোনার জন্য মেশিন আনা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, অসংখ্য প্লাস্টিকের ব্যাগে ভরা ছিল এই নোটের বান্ডিল। তবে বেসরকারি মতে, টাকা পরিমাণ ১৫ কোটির বেশি।
এদিন সকাল থেকে শহরের একাধিক স্থানে হানা দেয় ইডি। পার্ক স্ট্রিটের ম্যাকলয়েড স্ট্রিট, গার্ডেনরিচ, মোমিনপুরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই বাড়িতে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে নিসারের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে শহরে তিন জায়গায় যান ইডির অফিসাররা। একটি দল যায় পার্কস্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিটে। অন্য় দুটি দল গিয়েছে বন্দর এলাকায়। গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি। এছাড়া বন্দরের আর এক এলাকায় এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে বলে খবর। ম্য়াকলয়েড স্ট্রিটে এক আইনজীবীকে খোঁজ করা হয়েছে বলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।