স্কুল সার্ভিসে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায়, তাঁর কোনও ভূমিকা আছে কীনা, তা জানতে গ্রেফতার মানিক ভট্টচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলকে দীর্ঘ জেরা করল ইডি। ম্য়ারাথন জেরায় তাপসের দেওয়া যাবতীয় তথ্য নথিভুক্ত করা হয়েছে। এবং এই ঘটনায় তিনি সত্যি কথা বলছেন কীনা, তা-ও যাচাই করা হচ্ছে বলেই ইডি আধিকারিকদের দাবি।
দিন কয়েক আগেই সল্টলেকে মহিষবাথানে তাপস মণ্ডলের কোচিং সেন্টারে হানা দিয়েছিল ইডি। সূত্রের খবর, জেরায় তাপস জানিয়েছেন, করোনার সময় বিএড পরীক্ষার্থীদের সাহায্য করতে অনলাইনে ক্লাস করানো হয়েছিল। মাথাপিছু নেওয়া হয়েছিল ৫০০ টাকা। তাঁর সঙ্গে অন্য কোনও বেসরকারি সংস্থার চুক্তি নেই বলেও জেরায় দাবি করা হয়েছে। যদিও ইডির সন্দেহ এই তাপস মণ্ডলের সঙ্গে গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্যের সংস্থার চুক্তি থাকতে পারে।
প্রথমে অবশ্য বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দিতে অস্বীকার করেছিলেন তাপস মণ্ডল। যদিও শেষ পর্যন্ত যেতে হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাপস মণ্ডলকে জেরা করেছে ইডি।