২ বছর পর রঙিন কলকাতা। দুর্গাপুজোর কার্নিভালে মাতল শহর। পুজোর সাবেকিয়ানা ও ঐতিহ্য বজায় রেখে নাচ, গান ও প্রতিমা প্রদর্শনের মাধ্যমে জমজমাট রেড রোড। আগমনী গান, ঢাকের বাদ্যি, ধামসা-মাদল সব মিলেমিশে একাকার। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার এক মাস আগে থেকে শুরু হয়েছিল পুজো। কোভিড পরিস্থিতির পর এবার অনেকটা স্বাভাবিক ছিল উৎসবের আমেজ। অবশেষে রেডরোডের কার্নিভালে শেষ হচ্ছে এবারের দুর্গাপুজো। প্রতিমা নিরঞ্জনের আগে সেরার সেরা প্রতিমা দর্শন। এদিন এসেই দর্শকদের উদ্দেশে নমস্কার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কথা ও সুরে নাচডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্রছাত্রীদের। অসুস্থ থাকায়, নিজে নাচতে পারেননি ডোনা।
আরও পড়ুন: নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, জমজমাট পুজো কার্নিভালের মঞ্চ
এবার কার্নিভালে ৯৪টি পুজো কমিটি প্রতিমা দর্শন করা যাবে। প্রত্যেক পুজোকমিটির জন্য ৪ মিনিট করে সময় বরাদ্দ। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এই কার্নিভাল।