দোলের দিন রিজেন্ট পার্কের খুনের ঘটনায় (Regent park murder case) শোরগোল পড়েছিল গোটা মহানগর জুড়ে। নিহত দিলীপ সিংহ মূল অভিযুক্ত সুজিত মালিকের স্ত্রীকে মদ্যপান করে রং মাখানোর চেষ্টা করার পর বচসা শুরু হয় (Regent park murder case) বলে অভিযোগ। শনিবারই মূল অভিযুক্ত সুজিত মালিককে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফলতা থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার অভিযুক্তকে জেরা করে পাওয়া গেল নতুন তথ্য!
আরও পড়ুন: করোনার নতুন ঢেউ আসার আশঙ্কা করছে হু, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
জানা গিয়েছে, গত পাঁচ-ছয় বছর ধরে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতেন সুজিত মালিক (Sujit Malik)। মাছের ভেড়িতে কাজ করার জন্য দেশি বন্দুক রাখতেন নিজের কাছেই। ওই বন্দুক থেকেই দোলের দিন হত্যা (Regent park murder case) করেন দিলীপ সিংহকে।
ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনা (Regent park murder case) নিয়ে একাধিক তথ্য আসে তদন্তকারীদের হাতে। খুনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও স্বীকার করে নেন অভিযুক্ত।ভেড়িতে মাছ চুরি হওয়ার কারণে লোককে ভয় দেখানোর জন্য অস্ত্র রাখতেন তিনি।
সেই পিস্তল দিয়ে খুন করেন (Regent park murder case) বন্ধুকে। খুন করার পর এক সহকর্মীর বাড়ি জোকাতে বাইক ফোন রেখে ফলতায় গা ঢাকা দেন।