ফের চিকিৎসক নিগ্রহ(Doctor Harrasment) এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য শহর কলকাতায়(Kolkata News)। রোগী-মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে উত্তাল এসএসকেএম হাসপাতাল(SSKM Hospital)। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুরের অভিযোগ। এমনকি, রোগীর আত্মীয়রা চিকিৎসকদেরও মারধর করেন বলেও খবর।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মহম্মদ ইরফান নামক এক যুবককে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয় এসএসকেএমে(Dostors attacked in SSKM)। হুগলির চুঁচুড়ার ওই বাসিন্দাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর শংসাপত্র লিখতে গিয়ে ঝামেলা বাধে। কর্তব্যরত ৪ জন চিকিৎসককে মারধরের অভিযোগ(Doctors attacked in SSKM) মৃতের আত্মীয়দের বিরুদ্ধে। শুধু তাই নয়, ট্রমা কেয়ারের চেয়ার, টেবিল ভাঙা হয় বলেও অভিযোগ। হামলার হাত থেকে বাদ যায়নি এক্স-রে মেশিনও।
আরও পড়ুন- Garia Fire : সাতসকালে গড়িয়ার একটি বাড়িতে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন
খবর পেয়ে রাতেই হাসপাতালে যায় ভবানীপুর থানার(Bhawanipore Police Station) বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন আক্রান্ত চিকিৎসকরা(Doctors attacked in SSKM)।