আর পাঁচটা দিনের মতোই হাসপাতালে ভর্তি পরিজনদের খোঁজে এসেছিলেন আত্মীয়রা। কিন্তু হাসপাতালে ঢুকতেই তাজ্জব বনে যান তাঁরা। সেখানে রীতিমতো হুলস্থুল কাণ্ড। সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স ওই হাসপাতালে। সেই সময় এক রোগী উঠে পড়েন হাসপাতালের আট তলার কার্নিশে। তারপর সেখানে বসে থাকেন দীর্ঘক্ষণ। আর তাঁকে উদ্ধার করতে প্রাণপাত চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
এই ঘটনার জেরে হাসপাতালের বাকি রোগীর পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। নির্ধারিত সময়ে হাসপাতালের ফটকের সামনে ভিড়ও জমান তাঁরা। কিন্তু সেই সময় তাঁদের ঢুকতে দেওয়া হয় না। এর জেরে গেটের সামনে ঠেলাঠেলি হয়। ঘণ্টা দেড়েক পর যখন জনৈক রোগী কার্নিশ থেকে ঝুলতে গিয়ে হাত ফস্কে পড়ে যান, তখন আতঙ্কের মাত্রা আরও বাড়তে থাকে বাকি রোগীদের পরিজনের মধ্যে।
আরও পড়ুন- 2 Crore rupees salary:মা অঙ্গনওয়াড়ি কর্মী, ছেলে প্রায় ২ কোটি টাকা বেতনের চাকরি পেল ফেসবুকে
জানা গিয়েছে, সুজিত অধিকারী ছোটবেলাতেই তাঁর বাবা-মাকে হারান। তারপর থেকেই ঠাকুমা ও পিসির কাছে মানুষ। পেশায় ব্যবসায়ী সুজিত স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারান। কুড়ি-পঁচিশ দিন আগে তাঁর স্ত্রী মারা যান। পরিস্থিতি আরও খারাপ হতেই দু'দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। সুজিতের দুটি ছোট ছেলেও রয়েছে।