কাল বাদ পরশু মহালয়া। পুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে বসে, পুজোর থেকে বেশি করে বন্যা দুর্গতদের উপরে ফোকাসে রাখার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, বৈঠকে পুজোর থেকেও বন্যার দিকেই চোখ রাখার অগ্রাধিকারের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবারই উত্তরবঙ্গ থেকে ফিরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন তিনি।
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই বানভাসি বাংলা। প্রথম নিম্নচাপের টানা বৃষ্টি। তারপর ডিভিসি থেকে জল ছাড়ার জের। এই দুয়ের ফলে উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রবিবারই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা ফিরে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে সব মন্ত্রীদের এলাকায় বন্যা পরিস্থিতি রয়েছে, সেইসব এলাকায় পুজোর থেকে বেশি করে ফোকাস করতে হবে ত্রাণের উপর। এলাকায় ত্রাণ নিজে যাওয়ার দায়িত্ব মন্ত্রীদের উপরেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যে সমস্ত এলাকায় বন্যা হয়নি, সেই সমস্ত এলাকার মন্ত্রীদের বন্যাকবলিত এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ সংগ্রহ করে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে দক্ষিণ থেকে উত্তরে প্রশাসনিক বৈঠক করে ত্রাণের উপর অগ্রাধিকার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে সেই বার্তা তাঁর মন্ত্রিসভার সদস্যদের সামনে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।