রেমালের দাপট কমছে । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একের পর এক পরিষেবার । ট্রেন, মেট্রোর পর এবার স্বাভাবিক হল বিমান পরিষেবাও । রেমালের জেরে ২১ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে পরিষেবা বন্ধ ছিল । সোমবার ফের সকাল ৯টার পর থেকে বিমান পরিষেবা চালু হয় ।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে প্রথম উড়ান রওনা দেয় সকাল ৮টা ৫৯ মিনিট নাগাদ । কলকাতায় নামা প্রথম বিমানটি আসে গুয়াহাটি থেকে সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ । তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুরো পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।
রবিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে শেষ বিমান ছাড়ে দুপুর ১২টা ১৬ মিনিট নাগাদ । তারপর থেকে ২১ ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা । সোমবার সকালে তা আবার চালু হল ।