আজ শনিবার সকাল ১০টা থেকে দক্ষিণ কলকাতা(South Kolkata) ও পূর্ব কলকাতার বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ(Drinking Water Supply) বন্ধ থাকবে। আবার আগামীকাল রবিবার থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান পুরসভার কমিশনার বিনোদ কুমার। ধাপার জয় হিন্দ প্রকল্পে(Jay Hind Water Project) মেরামতির কাজের জন্য জল সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানা গেছে।
পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে জানানো হয়েছে, জয় হিন্দ প্রকল্পের(Jay Hind Water Project) পাইপলাইনে বেশ কিছু বড় বড় ছিদ্র দেখা দিয়েছে। সেগুলি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। জল সরবরাহ বিভাগের এক আধিকারিকের কথায়, ‘‘মেরামতি না হওয়ায় বেশ কিছু দিন ধরে পর্যাপ্ত জল সরবরাহ(Drinking Water Supply) করা সম্ভব হচ্ছিল না। কাজ হয়ে গেলে গরমে পর্যাপ্ত পানীয় জল মিলবে।’’
আরও পড়ুন- Kolkata: আজ রাত থেকে চারদিন বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল, ব্যস্ত শহরে তীব্র যানজটের আশঙ্কা
জল সরবরাহ(Water Supply) বন্ধ থাকার ফলে জি জে খান রোড, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, তেলিপাড়া, সি এন রায় রোড, জি এস বসু রোডে জল পাওয়া যাবে না। অন্যদিকে তপসিয়ার বুস্টার পাম্পিং স্টেশনগুলি(Topsia Booster Pumping Statin) বন্ধ থাকবে। ফলে ই এম বাইপাস সংলগ্ন এলাকা, পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম ও সার্ভে পার্ক এলাকায় জল থাকবে না।
মূলত কলকাতা পুরসভার ৭, ১০, ১১ এবং ১২ নম্বর বরোর অন্তর্গত এই এলাকাগুলি ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে।