বছর দেড়েকের মধ্যে ফের রাজ্যে হবে বিধানসভার নির্বাচন। রাজ্যে এসে এখন থেকেই ওই নির্বাচনের উপর ফোকাস করতে বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চুপ করে বসেনি বাংলার শাসক তৃণমূল কংগ্রেসও। গত কয়েক মাস ধরেই তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক সেই ইঙ্গিতেই কার্যত সিলমোহর দিচ্ছে।
২০২৪ লোকসভা ভোটের আগে থেকেই রাজ্যে শাসক দলের অন্দরে নবীন বনাম প্রবীণ আলোচনা চলছে। মূলত গত বিধানসভা ভোটের পর থেকেই জেলা স্তরে পরিবর্তন চেয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ব্যক্তি এক পদ, এই নীতি-ই তৃণমূলে আনতে চান অভিষেক। ব্যতিক্রম শুধু মমতা বন্দ্যোপাধ্যায়।
তাই আগামী বিধানসভা ভোটের আগে দলের অন্দরে রদবদলে তৎপর এবার তৃণমূল। রাজনৈতিক মহলের খবর, রাজ্যের ছয় উপ-নির্বাচনে ভোটের ফলকে মাথায় রেখেই হয়তো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার আগে মহড়া হিসাবে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। এবং সেই বৈঠকের নির্যাস জমা পড়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে।
তৃণমূলের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, এই রদবদলের আগে ইতিমধ্যেই বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। মূলত, লোকসভা ভোটের নিরিখে ওই এলাকাগুলিতে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, পুজোর পর বিদেশ যাওয়ার আগে রদবদলের প্রাথমিক তালিকা তৃণমূল নেত্রীর হাতে দিয়ে গিয়েছিলেন অভিষেক। তার ভিত্তিতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে অভিষেকের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছিলেন মমতা।
কোন কোন জেলায় সাংগঠনিক রদবদল চান অভিষেক বন্দ্যোপাধ্যায় ? রাজনৈতিক মহলের দাবি, বিধানসভা ভোটের আগে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কমপক্ষে ১৪ থেকে ১৫ জেলায় এই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় বীরভূম এবং কলকাতা উত্তর থাকবে কীনা, তা এখনও নিশ্চিত নয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোচবিহারকে হয়তো এই রদবদলের বাইরে রাখা হতে পারে। দক্ষিণবঙ্গে বদলের তালিকায় থাকতে পারে বারাকপুর এবং বারাসত। রাজনৈতিক মহলের খবর, এই রদবদলে অব্যাহতি দেওয়া হতে পারে তৃণমূলের দুই সাংসদ কাকলী ঘোষদস্তিদার এবং মহুয়া মৈত্রকে।
গত ৪ নভেম্বর কালীঘাটের বাড়িতেই মমতার সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। রাজনৈতিক মহলের খবর, ওই বৈঠকেই অভিষেককে নাকি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন মমতা, আর তা হল কোন জেলায় তিনি এখনই কোনও বদল চান না। তাহলে কী সেই জেলার নাম বীরভূম ?