আগামী লোকসভা ভোটের (General Election 2024) আগে পাঁচ রাজ্যের নির্বাচনে বিরোধীদের কার্যত উড়িয়ে দিল বিজেপি (BJP)। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুরের সঙ্গেই ফের গোয়াতেও সরকার গঠনের রাস্তা কার্যত তৈরি রাখল গেরুয়া শিবির। এই নির্বাচনকে রাজনৈতিক মহল বলেছিল, লোকসভার সেমিফাইনাল (Semi Final)। অ্যাসিড টেস্ট ছিল বিরোধীদের কাছেও। কিন্তু মোদী ঝড়ে কার্যত বেসামাল বিরোধীরা। তৃণমূল নেতা ও রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাবি, দেড় বছর পর লোকসভায় অন্য ফল হবে।
ফিরহাদ বলেন, "এখনও কাউন্টিং চলছে। উত্তরপ্রদেশে এখনও কাউন্টিং চলছে। উত্তরপ্রদেশ পুলিশ, সেন্ট্রাল পুলিশ, ইভিএম সব একযোগে হয়েছে। ২৪-এ এই রেজাল্ট হবে না। আমরা লড়াই করব, মোদী হঠাও দেশ বাঁচাও।" গোয়ার বিধানসভা নির্বাচন নিয়েও মুখ খুললেন তিনি। ফিরহাদ বলেন, "গোয়ার দায়িত্বে আছেন অভিষেক ব্যানার্জি। গোয়া ফলাফলের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।"
আরও পড়ুন: পাঞ্জাবে বিরাট জয়ের পথে আপ, ধারেকাছে নেই কংগ্রেস, অকালি, বিজেপি
পাঁচ রাজ্যে কংগ্রেসের খারাপ ফল করেছে কংগ্রেস। ফিরহাদ বলেন, "কংগ্রেস দুর্ভাগ্যজনক ভাবে শেষ হয়ে গেছে। বুঝতে পারছি না কেন। এত পুরনো একটা দল। আমরাও এক সময় ওই দলে ছিলাম। এখন বিলুপ্তর পথে। কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। তাহলে জাতীয় স্তরে সুভাষবাদ, গান্ধীবাদ নিয়ে গডসেবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে।"