আরজি কর কাণ্ডের প্রতিবাদের সময় পুলিশি আক্রমণের শিকার হয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। শুধু আক্রমণ নয়, রীতিমতো পুলিশি হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ DYFI-এর রাজ্য সম্পাদকের। তাঁর অভিযোগ, মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে তাঁর বুকে ধাক্কা মারে পুরুষ পুলিশ। এই নিয়ে এবার কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।
গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনেই প্রতিবাদে বসেন সিপিএম যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সেদিনই সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতালের মর্গ থেকে নিগত চিকিৎসকের দেহ নিয়ে বেরিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় দেহ আটকে বিক্ষোভ দেখান মীনাক্ষি। তাঁর দাবি ছিল, নিহতের পরিবারের সঙ্গে কথা বলতে চান। সেই সময় মীনাক্ষী ও কর্মী-সমর্থকদের আটকাতে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ ওঠে। এবার সেই পুলিশের আক্রমণের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জানালেন মীনাক্ষি।
সিপিএমের যুবনেত্রীর অভিযোগ, "সেদিন পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনও মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে। কয়েকটি সজোরে ঘুষি চালায়। মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয় ও মারে।"
তাঁর অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পুলিশ আন্দোলনকারীদের পাশবিকভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করার পর শবদেহ নিয়ে বেরিয়ে যায়। ওই ঘটনায় অপরাধী পুলিশের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত করে কঠোর শাস্তির আবেদন করেছেন তিনি।