আরজি কর কান্ডে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আরজি করের চেস্ট মেডিসিন বিভাগে ওষুধ সরবরাহে গরমিল! ইনহেলার কেনা নিয়ে অস্বাভাবিকতা রয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই চেস্ট মেডিসিন বিভাগের পড়ুয়াই ছিলেন নির্যাতিতা।
অভিযোগ, আরজি করে চেস্ট মেডিসিন বিভাগে স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থার কাছ থেকে ওষুধ কেনা হয়নি। বদলে রিষড়ার এক ওষুধ সরবরাহকারী সংস্থার কাছে লক্ষ লক্ষ টাকার ওষুধ কেনা হয়। স্বাস্থ্য ভবনের তালিকার বাইরে ২০২৩-২৪ আর্থিক বর্ষে ২ কোটি ৪ লক্ষ টাকার ওষুধ কিনেছে আরজি কর কর্তৃপক্ষ। এমনই তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ২ কোটি ৪ লক্ষ টাকার ওষুধের মধ্যে ৬০ লক্ষ টাকার বরাত পেয়েছে রিষড়ার ওই সংস্থা। আরজি করে ইনহেলার সরবরাহেও এই সংস্থা অন্যদের থেকে এগিয়ে। অভিযোগ, তুলনায় স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থার কাছ থেকে অল্প সংখ্যক ইনহেলার সরবরাহের বরাত দিয়েছে আরজি কর প্রশাসন।