আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই রাজ্যের একাধিক সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আপৎকালীন এবং সাধারণ সব বিভাগেই পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে। এর জেরে সোমবার থেকে রোগী এবং পরিজনদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
সোমবার কলকাতা মেডিক্যাল কলেজের জেনারেল বডি (জিবি)-র বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি মিলিয়ে রাজ্যের মোট ১২টি হাসপাতালের প্রতিনিধি। ছ’দফা দাবি তোলা হয়েছে বৈঠকে। দাবিগুলি হল,
শুক্রবার আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় সেমিনার কক্ষে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি হাসপাতালের ভেতরে ডিউটিতে থাকা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় আরও একবার রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সার্বিক প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলেই।