আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার দশ দিন পেরিয়েছে। তদন্তভার কলকাতা পুলিশের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে হস্তান্তরিত করা হয়। আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ বং হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার শুনানি ছিল মঙ্গলবার, ২০ অগাস্ট। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতি বার।
ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। নিয়মিত ছোট বড় নানা প্রতিবাদ, জমায়েত হচ্ছে শহরজুড়ে। ২০ অগাস্টও তার ব্যতিক্রম নয়। কলকাতার নানা প্রান্তেই রয়েছে প্রতিবাদ।
মঙ্গলবার আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে নামছেন কলকাতার তথ্য প্রযুক্তি কর্মীরা। সল্টলেকের ওয়েবেল মোড় থেকে সন্ধে ৬ টায় বেরোবে মিছিল। সল্টলেকের অফিস পাড়ায় যাদের কর্মক্ষেত্র তাঁদের অনেকেই যোগ দেবেন এই জমায়েতে।
আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে সার্বিক নারী নিরাপত্তার দাবিতে পথে নামছেন বরাহনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলের প্রাক্তনীরা। ২০ অগাস্ট রাত ৮ টায় গোপাল লাল ঠাকুর রোড থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিলে অংশ নেবেন বরাহনগর রামকৃষ্ণ মিশন, রাজকুমারী গার্লস, নরেন্দ্রনাথ বিদ্যামন্দির এবং বিটি রোড গভ স্পনসর্ড স্কুলের প্রাক্তনীরা।
মঙ্গলবার দুপুর তিনটে থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে প্রতিবাদী মিছিল রয়েছে বারাসাত কাছারি মাঠে।
আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ বং হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ মামলার শুনানি ছিল মঙ্গলবার, ২০ অগাস্ট। আরজি কর মামলা হাইকোর্ট থেকে স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতি বার।