১৪ অগাস্ট । রাত ১১টা ৫৯ মিনিট । পথে নামবেন মেয়েরা । কলকাতা থেকে দার্জিলিং, বীরভূম থেকে মালদহ...মধ্যরাতে প্রতিবাদের ঢেউ উঠবে । স্বাধীনতা দিবসের প্রাক্কালে শত শত নারী কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে । নারী স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন বাংলার মেয়েরা । রাতে বাইরে থাকা মেয়েদের জন্য একেবারেই নিরাপদ নয়, বারবার একথা শুনতে হয় । তবে, আজ আর কোনও বাধা নেই । আজকের রাতটা মেয়েদের । আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠবে জমায়েত । কলকাতার মধ্যে যাদবপুর, কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি-সহ একাধিক জায়গায় রাজপথ দখল নেবেন মেয়েরা । রাতের বেলায় যাতে যাতায়াতে কোনও সমস্যা না হয় , তার জন্য সারারাত রাস্তায় থাকবে অ্যাপ ক্যাব । কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়নের তরফে এমনটাই জানানো হয়েছে । এদিকে, কলকাতার একটি বাস সংগঠনও রাতে ফ্রি-তে পরিষেবা দেবে বলে জানা গিয়েছে ।
ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়নের তরফে জানানো হয়েছে, আরজি কর ঘটনার প্রতিবাদে মধ্যরাতে রাস্তায় নামবেন মেয়েরা । প্রতিবাদ সামিল হবেন তাঁরা । এদিকে, রাতের বেলায় বাস, মেট্রো কার্যত পাওয়া যাবে না । তাই, তাঁদের সংঠগনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিষেবা দেওয়ার জন্য রাতে তাঁদের চালকরা রাস্তায় থাকবে । আন্দোলনকে সফল করার জন্য তাঁদের যেটুকু করণীয়, তাঁরা তা করার চেষ্টা করবেন ।
অন্যদিকে, কলকাতা বাস ও পিডিয়া-র তরফে মেয়েদের জন্য ফ্রিতে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । হাওড়া ময়দান থেকে শ্যামবাজার রুটে পরিষেবা দেওয়া হবে । বাস সংগঠনের তরফে জানানো হয়েছে, রাত ১১টায় হাওড়া থেকে ও রাত একটা নাগাদ শ্যামবাজার থেকে বাস মিলবে ।
জানা গিয়েছে, মোট ১১ দফা দাবিতে আজ রাস্তায় নামবেন সমস্ত স্তরের মহিলারা । ন্যায়বিচারের দাবিতে একসঙ্গে পা মেলাবেন রাজ্যের বিভিন্ন স্তরের মহিলারা । হাতে হাত রেখে হাঁটবে তারকা থেকে সাধারণ মানুষ । আন্দোলনের সমর্থনে মেয়েদের সঙ্গে থাকবেন বহু পুরুষও । শুধু রাজ্য নয়, এ বিক্ষোভের আঁচ পৌঁছেছে দিল্লি, মুম্বই, চেন্নাই-সহ দেশের একাধিক প্রান্তেও। সেখানেও এদিন রাত দখল করবেন মেয়েরা ।