দশ দফা দাবিতে চলা জুনিয়র ডাক্তারদের অনশনের পঞ্চম দিনে গুরুত্বর অসুস্থ অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হল জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। শুক্রবার সকাল থেকেই অনিকেতের শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে স্বাস্থ্য পরীক্ষার পর ধর্মতলার অনশনমঞ্চে উপস্থিত চিকিৎসকেরা অনিকেতকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
গত শনিবার থেকে চলা ৯ জুনিয়র ডাক্তারের অনশনের ১৩০ ঘণ্টা পেরনোর পর ধর্মতলার অনশনস্থল থেকে বৃহস্পতিবার গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে অনিকেত মাহাতোকে। গত রবিবার রাত থেকে অনিকেত আমরণ অনশনে যোগ দেন। বৃহস্পতিবার সকালেই ডাক্তাররা ধর্মতলায় গিয়ে জানিয়েছিলেন, অনিকেতের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মূত্রে কিটোন বডি পাওয়া গিয়েছে। প্রথমে অনিকেত হাসপাতালে ভর্তি হতে চাননি। অনিকেতের সহকর্মীদের দাবি, তাঁর মনের জোর এখনও অটুট।
WBJDF-এর তরফে নতুন করে অনিকেতের হাসপাতালে ভর্তি হওয়ার পর অষ্টমীর বিকেলে ফের এক মহা সমাবেশের আহ্বান জানানো হয়েছে।
গত শনিবার রাত থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ছ’জন অনশন শুরু করেন। পরের দিন তাতে যোগ দেন অনিকেত। অনশনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে অনিকেতই একমাত্র আরজি করের ডাক্তার। ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্যরা।
হাসপাতালে ভর্তি হওয়ার পরেও পুরোপুরি আশঙ্কামুক্ত নয় অনিকেত। শুনে নেওয়া যাক কী জানানো হয়েছে হাসয়াপাতালের তরফে।