আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলাজুড়েই প্রতিবাদ কার্যত গণআন্দোলনের চেহারা নিয়েছে। প্রতিবাদের মুখ হয়ে রাস্তায় নেমেছেন টলিপাড়ার একাধিক মুখ। কিন্তু 'প্রতিবাদী' হিসেবে পরিচিত অনির্বাণ ভট্টাচার্য এখনও নীরব। এবার সে কারণে প্রশ্নের মুখে পড়তে হল অভিনেতার স্ত্রীকে।
শহরের ছোট বড় কোনও মিছিলে দেখা যায়নি অনির্বাণকে, সোশ্যাল মিডিয়াতেও আরজি কর কাণ্ড নিয়ে কোনও বিবৃতি দেননি অভিনেতা। তবে অভিনেতার স্ত্রী মধুরিমা গোস্বামী কিন্তু বিচার চেয়ে পথে নেমেছেন। বিগত কয়েকদিন ধরে শহরের একাধিক মিছিলে তাঁকে দেখা গিয়েছে। মধুরিমা নিজে একজন পরিচিত মঞ্চাভিনেতা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে, এবং 'আমরা তিলোত্তমা' র উদ্যোক্তা হিসেবে আন্দোলনের শরিক হলেন মধুরিমা। রবিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হওয়া মহামিছিলে অনির্বাণের নীরবতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মধুরিমাকে।
মধুরিমা জানিয়েছেন তিনি নিজের লড়াই লড়তে নেমেছেন। আন্দোলনকারীদের সঙ্গে সহমত পোষণ করেন বলেই পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন। প্রত্যেকের প্রতিবাদের ভাষা ভিন্ন, মনে করেন মধুরিমা, অনির্বাণ ভট্টাচার্যের প্রতিবাদের ভাষা সম্পর্কে তাঁর জানা নেই বলেও তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
দিন যত এগোচ্ছে, বিচারের দাবিতে দীর্ঘ হচ্ছে মিছিল। ১ সেপ্টেম্বর, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ। প্রতিবাদের মুখ হিসেবে মিছিলে দেখা গিয়েছে টলিপাড়ার অনেক চেনা মুখেদের। তাঁদের মধ্যে সোহিনী সরকার, মধুরিমা গোস্বামী, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষশী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী উল্লেখযোগ্য।