মাসখানেক বাদেই বিয়ে হওয়ার কথা ছিল হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা রিমা সিংহের। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে রিমার বাড়িতে পৌঁছান হবু স্বামী প্রবীর রায়। রিমা তখন বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁদের দেখা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ। পুলিশ দাশনগরের বাড়িতে ফোন করে জানায় গুলিতে মৃত্যু হয়েছে রিমার। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য ছোডুপ লেপচার গুলিতে মৃত্যু হয় রিমার। এই খবর দাশনগরের বাড়িতে পৌঁছানো মাত্র শোকের ছায়া নামে এলাকায়।
শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ লোয়ার রেঞ্জ রোড দিয়ে যাচ্ছিলেন পেশায় ফিজিওথেরাপিস্ট রিমা। সেই সময় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্ট ডিউটিতে থাকা ছোডুপ লেপচা পথচারীদের দিকে বন্দুক উঁচিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। একটি গুলি এসে লাগে রিমার মাথায়। রাস্তার উপরই লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় চারপাশ। তড়িঘড়ি রিমাকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- Park Circus firing:ছোডুপ লেপচা কেন মানসিক অবসাদে ভুগছিলেন তার তদন্ত হবে, জানালেন পুলিশ কমিশনার
পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন রিমা। রিমার মায়ের কথায়, ‘‘ওর বাবার পাঁচ বছর কারখানা বন্ধ। আমার মেয়েই সংসার চালাত।’’ এ ছাড়া রয়েছে রিমার এক ভাইও। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার শোকস্তব্ধ।