মশার কামর কেড়ে নিয়েছিল বাবা ও পিসিকে। পাঁচ বছর পর সেই পরিণতি নেমে এল দক্ষিণ দমদমের (South Dumdum) বাসিন্দা রিঙ্কি রায়ের (Rinky Roy) জীবনে। গত একুশে জুলাই ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাউথ অ্যাভিনিউয়ের এই বাসিন্দা। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির (Dengue) উল্লেখ রয়েছে বলেও দাবি পরিবারের। এই মাসের ১৪ তারিখ থেকে জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বছর তিরিশের এই মহিলা। পরিবারের অভিযোগ, বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমি থেকে ডেঙ্গি আক্রান্ত হন রিঙ্কি।
পরিবারের অভিযোগ, এই ব্যাপারে পুরসভাকে জানিও কোনও কাজ হয়নি। যা কার্যত স্বীকার করছেন এলাকার কাউন্সিলর। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে সচেতন করা যাচ্ছে না। বার বার বলেও কোনও কাজ হচ্ছে না। এর আগে, ২০১৭ সালে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছিলেন রিঙ্কির বাবা পঙ্কজ মজুমদার এবং তাঁর পিসি রমা ধর।
আরও পড়ুন : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু, শহরের হাসপাতালে প্রাণ হারালেন মোট ৩জন
স্বাস্থ্য দফতরের দাবি অনুযায়ী, কলকাতার পাশাপাশি জেলাতেও ক্রমশ জটিল হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। বিশেষ করে, নদিয়া বেশ কিছু জায়গায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে পাঁচ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে।
২১ জুলাই বেলেঘাটা আইডি হাসপাতালে এক ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু হয়। রানাঘাটের বাসিন্দা ওই মহিলার নাম উমা সরকার। ১৯ জুলাই বিসি রায় হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেল্থে মৃত্যু হয় এক শিশুর। গত শনিবার, মৃত্যু হয় পল্লবী দে নামে আরও এক নাবালিকার।