কালীপুজোর প্রাক্কালে অগ্নিমূল্য জবাফুল। হবে নাই বা কেন! ভক্তের মনে 'মায়ের পায়ে জবা হয়ে..' ফুটে ওঠার আকুতি যে প্রবল। কিন্তু জবা ফুলের দাম যে আকাশ ছুঁয়েছে। ১০০০টি জবার দাম ৫০০ টাকা! অর্থাৎ টাকায় মাত্র দু'টি জবাফুল। তাও না হয় হল, কিন্তু পর্যাপ্ত জোগান কই! বহু বাজারেই জবা বাড়ন্ত। তাই বাধয় হয়ে বাজার থেকে প্লাস্টিকের জবা ফুল কিনছেন ভক্তরা।
কাকদ্বীপ থেকে কোচবিহার- বাংলার সর্বত্র দশকর্মা ভাণ্ডারে প্লাস্টিকের জবার মালা কেনার ভিড়। টকটকে লাল রঙের মালা। কোনওটায় ৫০টি, কোনওটায় ১০৮টি ফুল। দাম ৫০ থেকে ১৫০ পর্যন্ত।
কালীপুজোর রাতে রাজ্যজুড়ে প্রায় আড়াই কোটি জবার প্রয়োজন হয়। এই বিপুল চাহিদা মেটাতে লক্ষ্মীপুজোর পর থেকেই ব্যবসায়ীরা ফুল চাষিদের কাছ থেকে জবা কিনে হিমঘরে মজুত করে রাখেন। পুজোর দিন দুয়েক আগে থেকে তা বের করে বিক্রি শুরু হয়। তাতেও চাহিদা মেটে না। কাজেই প্লাস্টিকের ফুল ছাড়া উপায় কি!