ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর হত্যাকাণ্ডে নতুন মোড়। রিয়ার স্বামী প্রকাশকে গ্রেফতারের পর হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, গাড়ির বাইরে থেকে গুলি করা হয়েছে রিয়াকে। কিন্তু পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির ভিতর থেকেও গুলির খোল পাওয়া গিয়েছে। যা রীতিমতো ভাবিয়েছে তদন্তকারীদের। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।
হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় জাতীয় সড়কে মহিষরেখা সেতুর কাছে গুলি করে খুন করা হয় রিয়াকে। তদন্তকারীদের মতে, ওই এলাকায় ছিনতাইয়ের তেমন ইতিহাস নেই। তাই সন্দেহ বাড়ছিল। প্রকাশের একাধিক বয়ান নিয়ে সন্দেহ ছিল তদন্তকারীদের। রিয়াকে খুন করা হয়েছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।