এবার নিজেই হাই কোর্টের দ্বারস্থ হলেন ইউটিউবার রোদ্দুর রায়। আদালতে আবেদন, তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হওয়া FIR খারিজ করা হোক।
সোমবার FIR খারিজের আবেদন করে হাই কোর্টের দ্বারস্থ হন রোদ্দুর রায়। পাশাপাশি নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে 'পার্টি' করেন রোদ্দুরের আইনজীবী। নিম্ন আদালতের নির্দেশনামার একটি প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তুলেছেন রোদ্দুর।
আরও পড়ুন: মধ্যপ্রদেশের মোরেনায় দু বছরের ভাইয়ের দেহ কোলে আগলে বসে আট বছরের দাদা
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক লাইভে আক্রমণ করতে গিয়ে কুকথা বলার অভিযোগ ছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। একাধিক থানায় মামলা দায়ের হয়। গত ৭ জুন, রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। গত রবিবার পর্যন্ত আলিপুর আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে ছিলেন ইউটিউবার রোদ্দুর রায়। জামিন পেলেও তাঁর বিরুদ্ধে একাধিক থানায় FIR রয়েছে। সেই সব FIR খারিজের আবেদন করেছেন রোদ্দুর রায়।