গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুর রায়কে (Roddur Roy)। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে তাঁর নামে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই এদিন রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
কেকে-র মৃত্যুর পর ফেসবুকে একটি ভিডিয়ো লাইভ করেন রোদ্দুর রায়। রূপঙ্করের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন তিনি। সেই লাইভ ভিডিয়োতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন রোদ্দুর রায়। তা নিয়ে ফের নতুন করে তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়ে। এর আগে ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন এই ইউটিউবার। সেই কবিতার শব্দ ও ভাষা নিয়ে আপত্তি জানান নেটিজেনরা। সমালোচনার ঝড় বয়ে যায়।
আরও পড়ুন: ভবানীপুরের দম্পতির মেয়েকে ফোন মমতার, দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ সিপিকে
মঙ্গলবার একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
মঙ্গলবার সকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নীরব ছিলেন রোদ্দুর রায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ফেসবুকে একটি লাইভ করেন তিনি। সেই লাইভে তিনি বলেন, ২ বছর আগে তিনি একটি কেস খেয়েছিলেন। সেই লাইভেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা নিয়েও কটাক্ষ করেন তিনি। তার আগে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, "কেস দাও মোরে কেস দাও আরও, বন্ধ রাখিও কারাগারে"।
তৃণমূলের মুখপাত্র ঋজুর অভিযোগ, সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন তিনি। আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের পুলিশ ও প্রশাসনকে। সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল ও আপত্তিকর ভাষা ব্যবহার করে রাজ্যকে অপমান করেছেন তিনি। নেটমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে।