শর্তসাপেক্ষে জামিন পেলেন রোদ্দুর রায় (Roddur Roy)। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশ জেলে আসার পরই তাঁকে জামিন দেওয়া হয়। প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়েই রোদ্দুর জানান, লং লিভ হিউম্যান রাইটস (Long Live Human Rights)। লং লিভ মোক্সা (Long Live Moxa)। তাঁকে গান গাওয়ার অনুরোধ করেন সাংবাদিকরা। সেই প্রশ্ন এড়িয়েই গিয়েছেন রোদ্দুর।
আগেই আলিপুর আদালত থেকে জামিন পেয়েছিলেন রোদ্দুর। এদিন রোদ্দুর রায়কে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। সোমবার বটতলা থানার ২ বছর আগের একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়। এদিন আদালতের নির্দেশ আসার পরই প্রেসিডেন্সি জেল থেকে জামিন পান রোদ্দুর।
আরও পড়ুন: শর্তসাপেক্ষে জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে রোদ্দুরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। পাটুলি থানা, চিৎপুর ও হেয়ার স্ট্রিট থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাখা হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে। পরে বটতলা থানা ও লেক থানাতেও তাঁর নামে মামলা হয়। গত বুধবার শুনানিতে ২৭ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।