দুর্গা পুজো দেখতে কলকাতায় আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছবেন তিনি। সোমবার থেকে আগামী তিনদিন উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক মণ্ডপ পরিদর্শন করবেন।
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বাইপাসের ধারের একটি হোটেলে উঠবেন রোনাল্ডিনহো। সোমবার সকালে হোটেলের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সেখান থেকে শ্রীভূমি, আহিরিটোলা সহ একাধিক মণ্ডপ ঘুরবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন তিনি।
Read More- ভোররাতে বাড়িতে আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু একই পরিবারের ৩জনের
কলকাতার বড় বাজেটের পুজোর পাশাপাশি নরেন্দ্রপুরের একটি পুজো উদ্বোধন করবেন ওই ফুটবলার। এরসঙ্গে রিষড়াতেও যাবেন তিনি। সেখানে ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স, ভবানীভবন এবং মহেশতলা যাওয়ার কথা রয়েছে তাঁরা। পাশাপাশি চেতলা অগ্রণীর পুজোতেও যাবেন তিনি।