ফের রোয়িং অনুশীলন করতে গিয়ে দুর্ঘটনা। শনিবার সকালে বড়সড় বিপত্তির মুখে পড়লেন এক সিনিয়র প্রশিক্ষণকারী। সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ রবীন্দ্র সরোবরে অন্যান্য দিনের মতো অনুশীলন করার জন্য রোয়িং করতে নামেন তিনি। আচমকাই বোট চালানোর সময় লেকের মাঝেই উল্টে যায় সেটি। ওই ব্যক্তি জলে পড়ে যান।
তবে, জলে পড়ে যাওয়ার পরেও বোটটি শক্ত করে ধরেছিলেন ওই ব্যক্তি। বোট উল্টানোর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উদ্ধারকারী বোট গিয়ে পৌঁছয়। সিনিয়র প্রশিক্ষণকারীকে উদ্ধার করে উদ্ধারকারী দলের কর্মীরা। সূত্রের খবর, বড় সড় কোনও আঘাত লাগেনি ওই ব্যক্তির। বর্তমানে তিনি সুস্থই রয়েছেন।
চলতি বছরের ২১ মে রোয়িং করার সময় কালবৈশাখীর কবলে পড়ে মৃত্যু হয়েছিল দুই কিশোরের। তার পর বলা হয়েছিল, প্রশিক্ষণ পরিচালনার পদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি না হওয়া পর্যন্ত এই রোয়িং ক্লাব বন্ধ রাখা হবে। সম্প্রতি ফের খুলে দেওয়া হয় রোয়িং ক্লাব।