ক্লাসরুম, সারি সারি টেবিল চেয়ার, আর থরে থরে সাজানো পাঠ্যবই, স্কুল মানে শুধু এটুকুই? নাহ, বরং ক্লাসরুমের বাইরেই জীবনের সবচেয়ে দামী পাঠগুলো থেকে যায়। কখনও কখনও সেসব পাঠই বাকি থেকে যায় জীবনভর। সেই আফসোশ ফুরনোর পালা। এবার শিশুমনের পূর্ণ বিকাশ হবে, ক্লাসঘরের ভেতরেও, বাইরেও। সেই লক্ষ্য নিয়েই কলকাতায় পথ চলা শুরু করল RP Goenka International School।
পাঠ্যবইয়ের বাইরেও পড়ুয়াদের সামাজিক, সাংস্কৃতিক এবং অবশ্যই নৈতিক বিকাশে এক নতুন দিগন্ত খুলে দিতে বদ্ধপরিকর RP Goenka International School। ১৭ জুলাই থেকেই শুরু হল পথ চলা। আপাতত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির কচিকাঁচাদের জন্য আলিপুরে খুলল স্কুলের দরজা।
একই সঙ্গে প্রযুক্তি আর প্রকৃতিকে আপন করে নিচ্ছে এই আন্তর্জাতিক স্কুল। দেশ বিদেশ থেকে আসা শিক্ষকেরা ক্লাস নেবেন সবুজের কোলে। একই সঙ্গে একেবারে বুনিয়াদি স্তরেই শেখানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব। থাকছে খেলাধূলা, নাচ-গান-নাটক-শরীরচর্চার অফুরান সুযোগ। প্রতি শিশুকেই বাড়তি নজর দেওয়ায় বিশ্বাসী এই স্কুল, তাই শিক্ষক-পড়ুয়া অনুপাতও (১ঃ৫) দারুণ।
স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক যে কোনও সমস্যায় চিকিৎসাগত যে কোনও রকমের সহায়তা করবে উডল্যান্ডস হাসপাতাল। আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে, সব সময় পাশে থাকবে বিশ্বমানের এই স্কুল।