Rudranil Ghosh: প্যারোডি বানিয়ে অনুব্রত মণ্ডলকে আক্রমণ রুদ্রনীল ঘোষের, ফেসবুকে ভাইরাল 'অনুমাধব'

Updated : Apr 07, 2022 21:33
|
Editorji News Desk

সোশ্যাল মিডিয়ায় (Social Media) কবি জয় গোস্বামীর বেনীমাধবের (Benimadhav) প্যারোডি করে ভিডিয়ো। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আক্রমণ অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের (Rduranil Ghosh)। ভিডিয়ো প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরই ফেসবুকে ভাইরাল হয় 'অনুমাধব' (Anumadhav)। গরুপাচার কাণ্ড, কয়লাপাচার কাণ্ড, নিজাম প্যালেস, সিবিআই সবই উঠে এসেছে তাঁর অনুমাধব প্যারোডিতে। রুদ্রনীল জানান, কবির নাম 'ভয় গোস্বামী'। গুড়বাতাসা, নকুলদানা নিয়েও কটাক্ষ করেন রুদ্রনীল। 

তাঁর ওই ভিডিয়োতে কেন অনুমাধব বলা হয়েছে, তা কিছুক্ষণ পরই স্পষ্ট হয়ে যায়। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন অভিনেতা। শারীরিক অসুস্থতার জন্য নিজাম প্যালেস না গিয়ে এসএসকেএমে ভর্তি হন বীরভূমের জেলা সভাপতি। এই 'অনুমাধব' প্যারোডিতে তা নিয়ে কটাক্ষ করেন রুদ্রনীল। প্যারোডিতে অনুব্রত ছাড়াও রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সুকৌশলে আক্রমণ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

বুধবার বীরভূম থেকে সিবিআই দফতর নিজাম প্যালেসে আসার কথা ছিল তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের। কলকাতায় আসার পর সিবিআই দফতরে (CBI) না গিয়ে সোজা এসএসকেএমে চলে যান অনুব্রত মন্ডল। উডবার্ন বিভাগে ভর্তি হন তিনি। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাঁর জন্য। চলছে বিশেষ পর্যবেক্ষণও। এই নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। এবার 'অনুমাধব' প্যারোডি বানিয়ে রাজ্যের শাসকদলকে ফের চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপিই। কিছুদিন আগে রুদ্রনীল অভিযোগ তোলেন, বিজেপিতে যাওয়ার পর বড় বড় পরিচালক ও প্রযোজকরা আর তাঁকে ডাকছেন না। ২০২১ সালের পর থেকে তাঁর সেভাবে কোনও কাজ নেই। ভোটের আগে যারা বিজেপিতে এসেছিলেন, তাঁদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে অভিযোগ। অনেকেই লড়াই করতে না পেরে শাসকদলে ফিরে গিয়েছেন। আবার অনেকে এখনও লড়াই করছেন। ইন্ডাস্ট্রিতে তাঁর অনেক কাছের বন্ধুও আছেন। রুদ্রনীলের দাবি, তাঁরা কাজ দিতে ভয় পাচ্ছেন।

আরও পড়ুন: লাগাতার জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব বাঙালির মাছভাতে, পাইকারি বাজারে বাড়ল দাম

বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো তৈরি করেন রুদ্রনীল ঘোষ। সেই ভিডিয়োর নাম 'দাদা আমি সাতে পাঁচে থাকি না'। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় হয়। তারপর আরও কিছু ভিডিয়ো করলেও ততটা জনপ্রিয় হয়নি। নতুন ভিডিয়োতে শাসকদলের বিরুদ্ধে পরোক্ষে ফের মুখ খুললেন বঙ্গ অভিনেতা।

Anubrata MandalBJPkunal ghoshrudranil ghoshanubrata mondalTMCFacebook

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি