প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বৃহস্পতিবার বেলা ১২টা ৩০-এ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন রুজিরা। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স। ইডির দফতরের বাইরেও পুলিশ মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এলাকা। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির কর্তারাও সিজিও কমপ্লেক্সে আসেন।
আরও পড়ুন: 'সরাসরি মুখ্যমন্ত্রী', ফোনে কীভাবে অভিযোগ জানাতে হবে. জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
২ দিন আগে রুজিরাকে বিমানবন্দরে আটকায় অভিবাসন বিভাগ। বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়। এরপরই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। কয়লাপাচার কাণ্ড নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।