আর ঝুঁকি নয়। গত ২১ জুলাইয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও কড়া করতে সিলমোহর বসিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হল কর্নাটকের (Karnataka) প্রাক্তন ডিজি রূপক কুমার দত্তকে (Rupak Kumar Dutta)। রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপক কুমার দত্ত।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এই আইপিএসকে কাজে লাগানো হয়েছিল। নিয়োগের সিলমোহর দেওয়া হল সোমবার। এই পরিস্থিতিতে রূপক কুমার দত্তের নিয়োগকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন : অশান্তির আশঙ্কা ? মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর
বিশেষ করে গত ২১ জুলাই যে ঘটনা ঘটেছে, তার পর থেকে আরও কোনও ঝুঁকি নিতে চায় না প্রশাসন। কারণ, একবার নয়, একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয় ভেদ করে বাইরে থেকে লোক ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। তাই নতুন করে যাতে আর কোনও সমস্যা না তৈরি হয়, এবার সেই দিকে নজর প্রশাসনের।